রৌমারীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
কুড়িগ্রামের রৌমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ছবি : এনটিভি অনলাইন
কুড়িগ্রামের রৌমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রৌমারী এই কার্যক্রমের আয়োজন করে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের ফসল উৎপাদন বাড়াতে এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, গম, ভুট্টা, সরিষা ও মসুরসহ বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। কৃষকদের কৃষি উপকরণ দেওয়া হচ্ছে যাতে তারা উৎপাদন ব্যয় কমিয়ে বেশি ফলন পেতে পারেন।
উপকরণ পেয়ে কৃষক কালাম জানান, এ ধরনের সহযোগিতা কৃষকের জন্য বড় সহায়ক। আমরা আগের চেয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে কাজে নামতে পারব।

মাসুদ পারভেজ, কুড়িগ্রাম (চর রাজিবপুর-রৌমারী)