বিচারকের বাসায় হামলা : ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণে হাইকোর্টে রিট
রাজশাহীতে বিচারকের বাসায় হামলা ও তাঁর ছেলেকে হত্যা মামলার আসামি লিমন মিয়া পুলিশ হেফাজতে থেকে মিডিয়ায় যে ভিকটিম ব্লেমিং বক্তব্য দিয়েছেন, তা অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) এ রিট দায়ের করা হয়। রিটে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং বিচারকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের পূর্বের পরিপত্র দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এই রিট দায়ের করেন। তাঁর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান। বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রিটটি দাখিল করা হয়।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসি চেয়ারম্যান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনারসহ রাজশাহীর রাজপাড়া থানা, বোয়ালিয়া থানা ও সিলেটের জালালাবাদ থানার কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক