কানাডায় উৎসবের ভিড়ে গাড়ি হামলা : আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ

কানাডায় উৎসবরত জনতার ওপর গাড়ি চালিয়ে ১১ জন নিহতের ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার (২৭ এপ্রিল) পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী কাই জি অ্যাডাম লো নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হতে পারে।
ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যাডাম লোর বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলো সেকেন্ড ডিগ্রির হত্যা হিসেবে গণ্য হবে। ফার্স্ট ডিগ্রির হত্যার তুলনায় কম গুরুতর হলেও পূর্বপরিকল্পনা ছাড়া হত্যাকাণ্ডের ক্ষেত্রে সাধারণত এই ধরনের অভিযোগ আনা হয়।
গতকাল কাই জি অ্যাডাম লো-কে আদালতে হাজির করা হয়েছিল। পরে তাকে আবার পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ মনে করছে, কাই জি অ্যাডাম লো ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে । তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের রাজধানী ভ্যাঙ্কুভারে ফিলিপাইনের নাগরিকদের লাপু লাপু উৎসব চলাকালে এই হামলার ঘটনা ঘটে। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট না হলেও পুলিশ জানিয়েছে, এর সঙ্গে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কোনো যোগসূত্র নেই।
ফিলিপাইনের ১৬ শতকের একজন উপনিবেশবিরোধী নেতাকে স্মরণ করে এই লাপু লাপু উৎসব উদযাপিত হয়।
তবে কানাডার সাধারণ নির্বাচনের একদিন আগে এই গাড়ি হামলার ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। পুলিশপ্রধান স্টিভ রাই জানিয়েছেন, ৩০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি একটি কালো রঙের অডি এসইউভি চালাচ্ছিলেন।

ঘটনার সময়, কানাডায় বসবাসকারী ফিলিপাইনের নাগরিকরা ভ্যাঙ্কুভারের সানসেট অন ফ্রেজার এলাকায় তাদের ঐতিহ্যবাহী লাপু লাপু উৎসবে অংশ নিচ্ছিলেন। তখনই এসইউভিটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং বহু মানুষকে চাপা দেয়।
এ মর্মান্তিক ঘটনায় ভ্যাঙ্কুভারে শোকের ছায়া নেমে এসেছে। রোববার সন্ধ্যায় নিহতদের স্মরণে শহরজুড়ে বেশ কয়েকটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকাহত ভ্যাঙ্কুভারবাসী মোমবাতি হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই শোকসভাগুলোর মধ্যে একটিতে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।