কৃষ ফোর : সুপারহিরো হৃতিক সুপারভিলেনও
বলিউড সুপারস্টার হৃতিক রোশন ‘ওয়ার’ সিনেমার পর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি। তবে বি-টাউনের সবাই জানেন, তাঁর বাবা রাকেশ রোশন ধীরে ধীরে ‘কৃষ ফোর’ সিনেমার প্রকল্প গুছিয়ে নিচ্ছেন।
এর আগে বলিউড হাঙ্গামা খবরে জানিয়েছিল, ‘কৃষ ফোর’ সিনেমায় একজন সুপারহিরোইন থাকবে আর হৃতিক রোশন হবেন সুপারহিরো। এবার পোর্টালটির নতুন খবর, সিনেমাটি এগিয়ে যাবে তিনটি ‘সুপার’ চরিত্রে।
নতুন প্রতিবেদনে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘কৃষ ফোর’-এ দেখা যাবে হৃতিক শো। আগের দুই কিস্তিতে হৃতিককে কৃষ ও রোহিতের ভূমিকায় দেখা গিয়েছিল এবং চতুর্থ কিস্তিতে দেখা যাবে জাদু ও রোহিতের ভূমিকায়। আর তৃতীয় ভূমিকা প্রসঙ্গে একটি সূত্র জানিয়েছে, “হৃতিক শুধু প্রধান নায়কের চরিত্রেই অভিনয় করবেন না, প্রধান খলনায়কের ভূমিকায়ও দেখা যাবে ‘কৃষ ফোর’-এ। চিত্রনাট্যটির ধারণা এভাবে তৈরি করা হয়েছে যে, সুপারহিরো ও সুপারভিলেনের ভূমিকায় অবতীর্ণ হবেন এ সুপারস্টার। এটা শেষ পর্যন্ত হৃতিক বনাম হৃতিক।”
এর আগে ‘রোবট ২.০’ সিনেমায় মেগাস্টার রজনীকান্ত তিন ভূমিকায় অভিনয় করেছিলেন, যার একটি বিজ্ঞানী, অপরটি ভালো রোবট ও তৃতীয় চরিত্র শয়তান রোবট। এবার রাকেশ রোশন তাঁর পরিচালনায় একই ভূমিকা পালন করতে যাচ্ছেন।