বিএফটিএর প্রধান নির্বাহী হচ্ছেন আফসানা মিমি
বরেণ্য অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিকে পর্দায় এখন কম দেখা গেলেও নাটক নির্মাণ করেই তিনি ব্যস্ত সময় পার করছেন। এটা কারো অজানা নয়। নতুন খবর হলো আফসানা মিমি খুব শিগগিরই একটি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমির (বিএফটিএ) প্রধান নির্বাহী কর্মকতা হচ্ছেন। এনটিভি অনলাইনকে এমনটিই জানালেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের উন্নয়ন ও অগ্রগতির লক্ষে রাজধানীর উত্তরায় শিক্ষালয় হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে বিএফটিএর। আগামী বছরের শুরু থেকে এই প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। এ উপলক্ষে আগামীকাল উত্তরার বিএফটিএর ভবনে সকাল ১১টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকবেন এবং প্রতিষ্ঠানটির উদ্বোধন করবেন।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে আফসানা মিমি বলেন, ‘আমি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমির সিইও হচ্ছি, এটা চূড়ান্ত হয়েছে। তবে আমি এর বেশি কিছু এখন বলতে চাইছি না। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে বিস্তারিত বলব।’

নাইস নূর