আসছে মারজুক-সুজানার ‘এই শহরে’
মারজুক রাসেল গান লিখেই পেয়েছেন খ্যাতি ও পরিচিতি। এদিকে মডেল সুজানা জাফর প্রথম কাজ করেছেন মিউজিক ভিডিওতে। দুজনই এখন ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর ‘এই শহরে’
শিরোনামের এক ধারাবাহিক নাটকে প্রথমবারের তো একসাথে কাজ করছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। খুব শিগগিরই নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে।
‘এই শহরে’ নাটকের গল্পে দেখা যাবে, মারজুক-সুজানা স্বামী ও স্ত্রী। তাদের দুজনের সংসার সুজানা দেখাশোনা করেন। অন্যদিকে মারজুক স্বামী হিসেবে খুবই উদাসীন। সংসারে কোনো কাজে তাঁর মনোযোগ নেই। সব সময় তিনি পাড়ার ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ান এবং সবার উপকার করেন। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প; এমনটিই জানান নাটকের পরিচালক আশুতোষ সুজন।
এদিকে নাটকে প্রথমবারের মতো মারজুক রাসেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সুজানা বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করতে বেশ লাগছে। আর নাটকের গল্পটাও অনেক মজার। সব মিলিয়ে বলব অভিজ্ঞতা দারুণ। আর মারজুক ভাই অভিনয় তো ভালো করেনই, তবে অভিনয়ের বাইরেও তাঁর কথা শুনতে আমার ভালো লাগে। তিনি ইউনিটের সবার সঙ্গে মজা করে কথা বলেন।’

নাইস নূর