অমিত করের সুরে সাইফ হাসনাতের দুই গান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্নিবীণা থেকে অমিত করের সুর ও সংগীতে বাজারে এসেছে মিক্সড অ্যালবাম ‘প্রেম মানে না কাঁটাতার’। অ্যালবামের জন্য দুটি গান লিখেছেন সাইফ হাসনাত। তাঁর লেখা ‘সকালগুলো’ ও ‘কিছু বাতি নিভে যাবে’ শিরোনামের গান দুটি গেয়েছেন শান ও খালেদ মুন্না।
‘প্রেম মানে না কাঁটাতার’ সম্পর্কে সংগীত পরিচালক অমিত কর বলেন, “আমরা দীর্ঘদিন সময় নিয়ে এবং বাছাই করে গানগুলো করেছি। গানের কথার ক্ষেত্রে দিয়েছি সর্বোচ্চ গুরুত্ব। সংগীতে বৈচিত্র্য রাখার চেষ্টা করছি। সব মিলিয়ে একটি ভালো এবং সংগ্রহে রাখার মতো অ্যালবাম করার চেষ্টা করেছি। ‘প্রেম মানে না কাঁটাতার’ আমার সুর-সংগীতে তৃতীয় মিক্সড অ্যালবাম। আশা করি, আগের দুটির মতো এটিতে শ্রোতারা তাঁদের পছন্দের গান খুঁজে পাবেন।”
নিজের গান সম্পর্কে সাইফ হাসনাত বলেন, ‘দুটি গানই সহজ কথার গান। শুনলে ভালো লাগবে। আবার শুনতে ইচ্ছা করবে। আমি বিরহ নিয়ে লিখতে পছন্দ করি। কারণ, বিরহের প্রতি মানুষের এক ধরনের টান থাকে; তা ব্যক্তিগত জীবনে বিরহ থাক বা না থাক। অমিত কর দাদা খুব যত্ন নিয়ে সুর ও সংগীতায়োজন করেছেন। শিল্পীরাও খুব যত্ন দিয়ে গেয়েছেন। আশা করছি, গান দুটি সবার ভালো লাগবে।’
এর আগেও সাইফ হাসনাতের কথায় বেশ কয়েকটি গান বাজারে এসেছে। এই তরুণ চান, নিয়মিত গান লিখতে। ‘প্রেম মানে না কাঁটাতারের’ মূল গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। তাঁর লেখা গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ।
এ ছাড়া অমিত করের এই অ্যালবামের অন্য গীতিকাররা হলেন সোমেশ্বর অলি, সাঈদ রহমান, অনিন্দ্য আরিফ, দীপক রায়, সুমাইয়া মৌ ও মাহমুদ শাওন। অমিত কর নিজেও একটি গান লিখেছেন এবং গেয়েছেন। অ্যালবামের অন্য শিল্পীরা হলেন তানভীর তারেক, কিশোর দাস, মুহিন, কাজী শুভ ও আরিয়ান। চলতি সপ্তাহেই অ্যালবামটি অভিজাত সংগীতের দোকানে পাওয়া যাবে। এ ছাড়া জিপি মিউজিকের অ্যাপ ব্যবহার করেও শোনা যাবে ‘প্রেম মানে না কাঁটাতার’ অ্যালবামটি।

ফিচার ডেস্ক