জাপান থেকে জয়ার সুখবর
‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ১৪তম আসরে তৃতীয় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’ সিনেমা।উৎসবটির এশিয়ান কম্পিটিশন বিভাগে চারটি পুরস্কার দেওয়া হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও স্পেশাল জুরি মেনশন। এবার প্রথম সেরা সিনেমা হয়েছে দুটি; এগুলো হলো- ইন্দোনেশিয়ার কামিলা আন্দিনি নির্মিত ‘বিফোর, নাও অ্যান্ড দেন’ ও ইরানের সৈয়দ মর্তেজা ফাতেমির ‘মাদারলেস’। দ্বিতীয় সেরা ছবির...
সর্বাধিক ক্লিক