প্রথমবার বিজ্ঞাপনে লিটন দাস
প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হলেন ক্রিকেট দুনিয়ার অন্যতম ক্লাসিক ব্যাটসম্যান লিটন কুমার দাস। দিনে দিনে যিনি হয়ে উঠেছেন সেরাদের সেরা। কিন্তু তার সেরা হয়ে ওঠার গল্পটি ছিল বেশ কঠিন। ক্রিকেট পাগল ছোট্ট ছেলেটির আজকের লিটন কুমার দাস হয়ে ওঠার এই গল্পটি বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরেছেন তরুণ নির্মাতা মাঈনউদ্দিন সিয়াম, যিনি এর আগে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বিজ্ঞাপন বানিয়ে সাড়া ফেলেছিলেন।
বেশ কিছুদিন আগে বিজ্ঞাপনচিত্রটির শুটিং সম্পন্ন হয় এবং গতকাল শুক্রবার রাতে সেটি প্রচারে আসে। প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হওয়ায় দর্শকেরাও তাকে সাধুবাদ জানাচ্ছেন।
নির্মাতা মাঈনউদ্দিন সিয়াম বলেন, ‘আমরা তিন দিন শুট করেছি। এরমধ্যে লিটন দাসের ছিল একদিন। তিনি এর আগে কখনো বিজ্ঞাপন করেননি। এটাই প্রথম। প্রথম হলেও তাকে বেশ সাবলীলভাবেই পেয়েছি এবং বেশ সাপোর্টিভ ছিল।
এই বিজ্ঞাপনটির মাধ্যমে লিটন দাসের জীবনের গল্পটিই একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। তার লিটন দাস হয়ে ওঠার গল্প। লিটনের ছোট বেলার চরিত্র রূপদানের জন্য তার মতো করে কাউকে পাওয়াটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু এরপর বিভিন্ন অডিশনের মাধ্যমে তার ছোটবেলার লুকের কাছাকাছি একজনকে পেয়ে যাই এবং পরে তাকে নিয়েই আমরা কাজটা করি। লিটন দাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় দারুণ।’
বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে উইটি শর্টস-এর ব্যানারে। প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার যৌথভাবে তানভীর হোসেন ও মাঈনউদ্দিন সিয়াম তিন বছর আগে হাউজটির যাত্রা শুরু করেন। এখন পর্যন্ত ত্রিশটিরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তারা।