অগ্রিম টিকিট বিক্রিতে চমক দেখাচ্ছে ‘অ্যানিমেল’
হিংস্র অ্যাকশন, বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো ‘অ্যানিমেল’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে।
মুক্তি উপলক্ষে শুরু হয়েছে ‘অ্যানিমেল’র অগ্রিম বুকিং। তাতে রীতিমতো চমকে দিচ্ছে। এরই মধ্যে ভারতজুড়ে সিনেমাটির ১ লাখ ১১ হাজারের বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়েছে।
এর মধ্যে হিন্দিতে ৯০ হাজার ৫২৬টি, ২০ হাজার ৫৯১টি তেলুগু অঞ্চলে এবং ২০০টি টিকিট কিনেছেন তামিল ভাষার দর্শক। যেহেতু মুক্তির আরও পাঁচ দিন রয়েছে, তাতে এর অগ্রিম টিকিট বিক্রি বড় চমক হয়ে উঠবে, তা সহজেই অনুমেয় বলে খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বিশ্লেষকরা অনুমান করছেন, রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং কালেকশন পেতে যাচ্ছে সিনেমাটি।
‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ১০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।