কে হবেন সেরা উপস্থাপক? জানা যাবে কাল
দেশ-বিদেশের রিয়েলটি শো মানে নাচ, গান কিংবা অভিনয়ের প্রতিযোগিতা। কিন্তু এবারই প্রথম দেশে অনুষ্ঠিত হচ্ছে উপস্থাপক খোঁজার আয়োজন। ১২টি পর্বে সাজানো এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে কাল শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টা থেকে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির পর্দায়।
মমতাজ হারবাল প্রোডাক্টস নিবেদিত ‘আলো ছড়াবে উপস্থাপনায়’ শিরোনামের ব্যতিক্রমী এই আয়োজনের স্টুডিও রাউন্ড শুরু হয়েছে সারা দেশের ৭৫ জন প্রতিযোগীর মাধ্যমে। ১২টি পর্বের মধ্য দিয়ে বিভিন্ন ধারার উপস্থাপনা করতে হয়েছে মূল প্রতিযোগিতায় নির্বাচিত সবাইকে। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন ছয়জন প্রতিযোগী। এই প্রতিযোগীদের থেকে নির্বাচন করা হবে সেরা উপস্থাপককে।
আয়োজনটির পরিকল্পক ও পরিচালক কাজী মোহাম্মদ মোস্তফা জানান, এদিন চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করবেন দেশের স্বনামধন্য দুই উপস্থাপক ফেরদৌস বাপ্পী ও ফারহানা নিশো। যে দু’জনই উপস্থাপনা অঙ্গনে সাফল্যের সঙ্গে তিন দশক ধরে কাজ করে আসছেন।
এ প্রসঙ্গে কাজী মোহাম্মদ মোস্তফা বলেন, এনটিভি সবসময় নতুন কিছু নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানে এবারও সেই প্রতিচ্ছবি ফুটে ওঠেছে। এ অনুষ্ঠান সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এমন অনুষ্ঠান করতে এনটিভির দর্শক ও পাঠকদের মতামত আশা করছি।
আয়োজনে অন্যতম প্রধান বিচারক ফেরদৌস বাপ্পী বলেন, ‘দেশে এখন অনেক প্ল্যাটফর্ম, তাই কাজের সুযোগ বেশি। অনেক অনেক অনুষ্ঠান হচ্ছে, তাই উপস্থাপকের প্রয়োজনও বেশি। আবার এত প্রতিযোগিতার মধ্যে ভালো করার জন্য দক্ষতা অর্জন করতে হবে। জানতে হবে নিজের কাজ সম্পর্কে। আশা করছি, এই আয়োজনটির মাধ্যমে ইন্ডাস্ট্রি উপকৃত হবে।’
অপর প্রধান বিচারক ফারহানা নিশো বলেন, ‘দেশে প্রথমবারের মতো এমন আয়োজন আমরাই করছি; সে ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জ আছে। তবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে রিয়েলিটি শোর জগতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করি। আমি নিজেও উপস্থাপক। সুতরাং এটা আমার জন্য অনেক আনন্দের। আর আমার নিজের প্রথম অডিশন আর কাজের অভিজ্ঞতাও এনটিভিতেই। তাই আলাদা দায়িত্ববোধ কাজ করছে এই আয়োজনের বিচারক হয়ে।’
বাপ্পী-নিশো ছাড়াও প্রতি পর্বে অতিথি বিচারকের আসনেও দেখা গেছে বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় সব ব্যক্তিত্বদের। এ তালিকায় রয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, বর্তমান সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাইমন সাদিক ও মামনুন হাসান ইমন, দেশসেরা কোরিওগ্রাফার আজরা মাহমুদ, জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব শামীম আশরাফ চৌধুরী, উপস্থাপক অনজাম মাসুদ, টকশো উপস্থাপক শবনম আজিম, সংগীত পরিচালক শওকত আলী ইমন, পরিচালক তানভীর আহমেদ খান, দেবাশীষ বিশ্বাসসহ অনেকে।
এ উদ্যোগ প্রসঙ্গে এনটিভি’র মার্কেটিং হেড অঞ্জন কুমার কুন্ডু বলেন, ‘এনটিভি সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে প্রতিভাবানদেরকে সুযোগ করে দিতে চায়। এটি তেমনই একটি উদ্যোগ। আমি বিশ্বাস করি এ উদ্যোগের মাধ্যমে এমন কয়েকজন প্রতিভাবানকে আমরা সবার সামনে তুলে ধরতে পারবো, যারা উপস্থাপনা শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’
অনুষ্ঠানটির অডিশান রাউন্ড-এর উপস্থাপনা করেছেন তাবাসসুম প্রিয়াংকা এবং মূল পর্বের উপস্থাপনা করছেন ফারজানা বীথি।