ঈদের আগে ঢাকায় ফিরেছেন পরী মণি
ঈদের আগেই কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি, সঙ্গে পুত্র পদ্মও ছিল। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ ঢাকায় ফিরেন তিনি।
মঙ্গলবার বিকেলে দেশে ফিরেই তাঁর ফেসবুক পেজে পেইজে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ‘বাড়ি ফেরা।’ সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি।
ছবি তিনটিতে ঈদ আনন্দের অনুভূতির ছবি ফুটে উঠেছে। একটি ছবিতে দেখা গেছে, পূণ্য বাংলাদেশের এয়ারলাইন্স এর বিমান থেকে নেমে হাঁটছে। পরী তাকে ধরতে পিছনে ছুটেছেন।
পরী মণি দেশের কাছের মানুষের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে কলকাতা থেকে গতকাল মঙ্গলবার দেশে আসেন।
পরী মণি কলকাতার নতুন সিনেমা ফেলুবক্সীর শুটিংয়ে অংশ নিতে কলকাতায় ছিলেন। এটি পরী মণি প্রথম কলকাতার সিনেমা। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি ফেলুবক্সী সিনেমাটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। এই সিনেমায় পরীর বিপরীতে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক সোহম।
তবে ‘ফেলুবক্সী’ সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরী মণি। পরী মণি আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয় করেছেন।