নতুন বউ নিয়ে হানিমুনে অনুপম, গেলেন কোথায়?
দু‘মাস আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গায়ক অনুপম রায় ও গায়িকা প্রস্মিতা পাল। অনুপম রায়ের তৃতীয়বার ঘর বাঁধা নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। তবে নবদম্পতি যে গুছিয়ে সংসার করছেন, তা তারা নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। এবার হানিমুনে গেলেন অনুপম-প্রশ্মিতা।
বিয়ের পর থেকেই কাজের চাপ ছিল অনুপম রায়ের। শো করতে গিয়ে টুকটাক ট্যুর হলেও হানিমুনটা হয়ে ওঠেনি। এবার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে হানিমুনে গেলেন অনুপম-প্রশ্মিতা। তুরস্কে ছুটির মেজাজে রয়েছেন তারকা দম্পতি।
অনুপম সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তারকিশ হলিডে।’ফ্রেমে রং মিলান্তি পোশাকে দেখা গেল দুজনকে। হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রস্মিতার। অন্যদিকে হলুদ টি-শার্ট ও জিন্স পরেছিলেন গায়ক।
ছবিটা দেখে অনুপম রায়ের পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন অনুরাগীরা। কেউ জুটির প্রশংসায় তো কেউ বা আবার মানুষ অনুপমকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন।
অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। আর সেই সূত্রেই পরিচয়। যদিও এতদিন ছিল কেবলই পেশাগত আলাপ। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। অবশেষে গত মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।