কবিতায় বিয়ের খবর নিশ্চিত করলেন তাহসান
জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সন্ধ্যায় রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন।
আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করলেন তিনি। জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর ছড়িয়েছে আজ সারাদিন। গণমাধ্যমে খরবেবলা হয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান।
তবে আজ দিনশেষে রোজাকে সামনে আনলেন তাহসান। ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন গায়ক নিজেই। প্রশ্ন জুড়ে দিয়েছেন, সেই তুমি কে? ছবির পোস্টে তাহসান লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে? ’তবে আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিটে তাহসান বিয়ের খবর নিশ্চিতও করেছিলেন তিনি। বিয়ের বিষয়টি জানিয়ে বলেন, হ্যাঁ বিয়ের খবরটা সত্যি। একটা ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়েটা করেছি, সেখানে এ ছবিগুলো তোলা। তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই।
জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা।