বিয়ের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন রাফসান
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।
জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দিনের শুরুতে সকালে অনুষ্ঠিত হয় তাঁদের গায়ে হলুদ। সন্ধ্যায় দুই পরিবারের সদস্য এবং শোবিজ অঙ্গনের হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীর উপস্থিতিতে মূল বিয়ের আয়োজন করা হয়। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের কার্ড ও উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
তাদের সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে গত এক বছর ধরেই নানা গুঞ্জন চলছিল। বিশেষ করে গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে তাঁদের একসঙ্গে ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেই গুঞ্জন আরও জোরালো হয়। যদিও তখন দু‘জনই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। তবে আজকের এই পরিণয়ের মাধ্যমে দীর্ঘদিনের সেই কানাঘুষার ইতি টানলেন তাঁরা।
বিয়ের বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্ত ও অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন রাফসান সাবাব। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বন্ধু ও পরিবারের ভালোবাসায় সিক্ত হয়ে আজ আমাদের মিলন হলো। জীবনের এই নতুন যাত্রায় আপনাদের সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করি। আজ থেকে আমরা দুজনে মিলে জীবনের এক নতুন ও সুন্দর অধ্যায় শুরু করলাম।’
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন রাফসান সাবাব। সে সময় তিনি জানিয়েছিলেন, অনেক ভেবেচিন্তেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। অন্যদিকে, জেফার রহমান বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে অনাগ্রহী ছিলেন। তবে আজ জীবনের নতুন অধ্যায়ে পা রেখে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি।

বিনোদন ডেস্ক