সাবেক স্ত্রীর জন্মদিনে দ্বিতীয় বিয়ের ঘোষণা দিলেন রাফসান
দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের খবর সামনে আনলেন উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নতুন জীবনের ঘোষণা দেন তিনি। আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে—এই দিনটিই তাঁর সাবেক স্ত্রী এশার জন্মদিন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। লাল বেনারসি ও ঐতিহ্যবাহী সাজে নববধূর পাশে সাদা পোশাকে রাফসান। বিয়ের আয়োজন ছিল সীমিত, উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।
নতুন বিয়ের খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সাবেক স্ত্রীর জন্মদিনে বিয়ের দিন নির্ধারণ করায় বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। যদিও এ বিষয়ে রাফসান কিংবা তাঁর সাবেক স্ত্রী—কেউই এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
উপস্থাপনা ও গণমাধ্যমে কাজের মাধ্যমে পরিচিত রাফসান সাবাব ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত সংযত থাকেন। নতুন এই অধ্যায় নিয়ে ভবিষ্যতে তিনি বিস্তারিত কথা বলবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
রাফসান–জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় বছরখানেক আগে। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই বিষয়টি আলোচনায় আসে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাদের একসঙ্গে দেখা যায়।

বিনোদন ডেস্ক