কীভাবে নিউমোনিয়া প্রতিরোধ করবেন?
শীতে নিউমোনিয়া বাড়ে। বিশেষ করে শিশু ও প্রবীণরা এই সমস্যায় বেশি ভোগে। নিউমোনিয়া প্রতিরোধের উপায় কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৪৭তম পর্বে কথা বলেছেন ডা. মাওলানা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বাংলাদেশ ইউএস পিপলস হসপিটালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
প্রশ্ন : শীতে নিউমোনিয়া প্রতিরোধে করণীয় কী?
উত্তর : নিউমোনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। কাশি হলে, কফ হলে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সঠিক অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। এভাবে চিকিৎসা করলে মৃত্যুর হার কমানো যায়। ভোগান্তিও কমে যায়। মূল কাজ হলো, সঠিক সময়ে রোগ নির্ণয় করা। শিশুর যেভাবে যত্ন নিতে হবে, প্রবীণদেরও সেভাবে যত্ন নিতে হবে।
শিশুর একটি সুবিধা হলো, তাদের জ্বর হলে বোঝা যায়। কিন্তু প্রবীণের তাপমাত্রা বাড়ে না। অনেক সময় দেখা যায় স্বাভাবিক তাপমাত্রা, অথচ তার নিউমোনিয়া হয়ে গেছে। কারণ, তাদের শরীরের মধ্যে প্রতিক্রিয়া করার শক্তি থাকে না। এ কারণে তাপমাত্রা প্রকাশ করে না।
কিন্তু তারা হয়তো জটিল সমস্যায় ভুগছে। তাই যাঁরা স্মার্ট চিকিৎসক, তাঁরা আগে থেকেই ব্লাড কালচার করে অ্যান্টিবায়োটিক শুরু করে দেন। এটি করলে নিউমোনিয়া থেকে ফিরে আসতে সুবিধা হয়। চিকিৎসক ও নার্সদের রোগীর জীবন বাঁচানোর প্রতি গুরুত্ব দিতে হবে।

ফিচার ডেস্ক