চুল পড়া : কখন চিন্তার কারণ?
চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় ভোগেন অনেকে। দৈনিক ১০০ থেকে ১৫০টি চুল পড়া স্বাভাবিক। তাহলে কখন চুল পড়া নিয়ে চিন্তার কারণ রয়েছে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৪৯তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চুল পড়া নিয়ে চিন্তিত হবেন কখন?
উত্তর : চুল তো সবার পড়বে। প্রত্যেক মানুষের ১০০ থেকে ১৫০, কারো কারো ক্ষেত্রে ২০০ চুল পড়া স্বাভাবিক। কিন্তু যখন আবার গজাবে না, তখনই চিন্তার বিষয়। একজন মানুষ কীভাবে বুঝবে, চুল আর গজাচ্ছে না। ওয়াশরুমে যখন গোসল করবে, গোসলের সময় যখন মাথায় পানি পড়বে, তখন যদি দেখা যায়, স্ক্যাল্পটা দিন দিন বেশি দেখা যাচ্ছে, মাথার ত্বকের চামড়া দেখা যাচ্ছে, তখনই সেটি চিন্তার বিষয় হবে। তখনই আমার মনে হয় চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

ফিচার ডেস্ক