রুট ক্যানেল চিকিৎসায় ভীতি?
দাঁতের চিকিৎসার ক্ষেত্রে রুট ক্যানেল করা হয়। তবে রুট ক্যানেল চিকিৎসা নিয়ে অনেকেই ভীতিবোধ করেন। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬০তম পর্বে কথা বলেছেন ডা. খালেদা আক্তার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডন্টিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রুট ক্যানেল চিকিৎসার কথা শুনলে কিন্তু রোগীরা একটু অনীহা প্রকাশ করেন। মনে করেন, তাদের ব্যথা হবে। ব্যথামুক্তভাবে রুট ক্যানেল করার কোনো চিকিৎসা করছেন কি?
উত্তর : আসলে দাঁত একটি বদ্ধ মাড়ির মধ্যে থাকে, যখন দন্ত্য মজ্জা বা পাল্পে প্রদাহ হয়, তখন একটি প্রচণ্ড ব্যথা হয়। লোকাল অ্যানেসথেসিয়া এখন অনেক ভালো হয়ে গেছে। রুট ক্যানেল করলে যে আগে অসম্ভব ব্যথা হতো, সে রাতে ঘুমাতে পারত না—সেটা অনেক কমে যাবে। সুতরাং রুট ক্যানেল করার সময় রোগী অনেক আরামে থাকবে। লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে ব্যথামুক্ত রুট ক্যানেল করা সম্ভব।