এসএলই কী?
সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস বা এসএলই এক ধরনের অটোইমিউন রোগ। রোগটির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৬তম পর্বে কথা বলেছেন ডা. শামীম আহম্মেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এসএলই কী?
উত্তর : আসলে এসএলইর পুরো নাম হলো সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস। এটি এক ধরনের অটোইমিউন ডিজিস। আমার শরীরের অ্যান্টিবডি দেহের কোষগুলোকে নিজের শরীরই ধ্বংস করে, এটি হলো অটোইমিউন ডিজিস। এসএলই এই ধরনের একটি রোগ। বিশেষ করে তরুণ নারী যারা, রিপ্রোডাকটিভ (সন্তান ধারণক্ষম) বয়সে রয়েছে, তাদের এই রোগ বেশি হয়। পুরুষদেরও হতে পারে। তবে এটার অনুপাত আসলে ৯ : ১। এই রোগ হলে প্রথমত আর্থ্রাইটিস হবে, গিড়ায় গিড়ায় ব্যথা করবে, চামড়ায় লাল লাল দাগ উঠবে। বিশেষ করে মুখে, নাকের দুই পাশে হবে—একে আমরা বলি বাটারফ্লাই র্যাশ। তবে যেকোনো ধরনের র্যাশই হতে পারে। মাথার চুল পড়ে যাবে, মুখে ঘা হবে, মুখে আলসার নিয়ে আসতে পারে। যেকোনো ধরনের সমস্যা হতে পারে। যেমন কিডনি আক্রান্ত হতে পারে, লিভার আক্রান্ত হতে পারে, ফুসফুস আক্রান্ত হতে পারে। এমনকি মস্তিষ্কও আক্রান্ত হতে পারে। তবে সবচেয়ে জটিল বিষয় হলো কিডনি ও মস্তিষ্ককে যদি আক্রান্ত করে। এ ধরনের ঘটনা রোগীদের জন্য খুব ভয়াবহ।