লিভার এত গুরুত্বপূর্ণ কেন?
লিভার মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তবে কেন এটি এত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৭তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম শামসুল কবীর। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন ও লিভার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : লিভার এত গুরুত্বপূর্ণ অঙ্গ কেন?
উত্তর : আসলে লিভারকে বলা হয় পাওয়ার হাউস অব দ্য হিউম্যান বডি। একটি বাসায় ইলেকট্রিসিটি চলে গেলে যেমন জেনারেটর অন হয়ে যায়, তেমনি শরীরের ক্ষেত্রে লিভার জেনারেটর হিসেবে কাজ করে। শরীরে গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। প্রয়োজনীয় মুহূর্তে খাবারের ঘাটতি ঘটলে, গ্লুকোজের ঘাটতি ঘটলে লিভার থেকে সরবরাহ দেওয়া হয়।
যেকোনো দূষিত পদার্থ শরীরে প্রবেশ করলে লিভার একে ডিটোক্সিফাই করে। যেকোনো জীবাণু যদি খাবার বা রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করে, লিভার একে দূরীভূত করার চেষ্টা করে। পাশাপাশি অন্য কিছু অঙ্গ কিন্তু লিভারের কার্যক্ষমতার ওপর নির্ভরশীল। সর্বোপরি শরীরে যত এনার্জি, সবকিছুর জায়গা হচ্ছে লিভার। মেটাবলিজম, হজম সেগুলো লিভারেরই কাজ।
মজার বিষয় হলো, লিভারকে সৃষ্টিকর্তা এমন শক্তি দিয়ে তৈরি করেছেন যে একটি লিভারকে যদি আমরা ছয় ভাগে ভাগ করি, পাঁচ ভাগ যদি কাজ না করে তাও এক ভাগ স্বাভাবিকভাবে কাজ করতে পারে। অনেক মানুষ জানেনই না, লিভার ক্ষতিগ্রস্ত হয়ে বসে রয়েছে। তবে তাঁরা কিন্তু বেঁচে আছেন।