ঝুঁকিতে লিভার, আলট্রাসনোগ্রাম কতদিন পর নিরাপদ?
স্থূল, মদ্যপায়ী, ডায়াবেটিসে আক্রান্ত, হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত রোগীদের সাধারণত ফ্যাটি লিভার বা লিভারে চর্বি হওয়ার ঝুঁকি থাকে। ফ্যাটি লিভারের জন্য এই রোগীদের ঝুঁকিপূর্ণ বলা হয়। ঝুঁকিপূর্ণ রোগীদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে কি না, এ বিষয়ে প্রায়ই কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন।
ফ্যাটি লিভারের জন্য ঝুঁকিপূর্ণ রোগীদের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৭তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম শামসুল কবীর। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন ও লিভার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফ্যাটি লিভারের জন্য যারা ঝুঁকিপ্রবণ তাদের বেলায় কতদিন পরপর আলট্রাসনোগ্রাম করতে হবে?
উত্তর : ছয় মাস পরপর করা উচিত। সুযোগ হলে প্রতি তিন মাস পরপর রক্তের চর্বির মাত্রা পরীক্ষা করতে হবে। লিভার ফাংশন পরীক্ষা করতে হবে। ফাইব্রোস্কেন অব লিভার বলে একটি পরীক্ষা রয়েছে সেটা করতে হবে। এটি অত্যন্ত আধুনিক পরীক্ষা। সেই পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে নির্দেশ করা যায় যে ফ্যাটি লিভার হয়েছে কি না। আর হলেও লিভার কতটুকু আহত হলো। আর ফ্যাটি লিভার হলে তাকে একজন লিভার রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে।