ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে, কখন বলা হয়?
লিভারে চর্বির মাত্রা বেড়ে গেলে তাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। সাধারণত লিভারে একটু চর্বি থাকতে পারে। এটি হরমোন ও শক্তি তৈরিতে সাহায্য করে। তবে কখন এই চর্বিকে মাত্রাতিরিক্ত বলা হয় বা সমস্যাটিকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৭তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম শামসুল কবীর। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন ও লিভার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : লিভারের বেলায় সাধারণত কতটুকু চর্বি থাকতে পারে?
উত্তর : এর কোনো সঠিক পরিমাপ নেই। যে বা যিনি ফ্যাটি লিভার নির্ণয় করেন তিনি গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড ফোর এভাবে ভাগ করেন। লিভারে কিছু চর্বি তো থাকতেই হবে, শক্তি তৈরির জন্য, হরমোন তৈরির জন্য, তবে সেটি যখন একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে, তখন লিভারকে অমসৃণ দেখায়। সাদা সাদা ছোপ ছোপ দাগ দেখা যায় সেখানে।
তখনই একজন সোনোগ্রাফির চিকিৎসক বলেন, ‘এটি স্বাভাবিক নয়। এটি ফ্যাটি লিভার।’