ফ্যাটি লিভারের শুরুতে কি লক্ষণ ধরা পড়ে?
লিভারকে যদি ছয় ভাগে ভাগ করা হয়, আর এর মধ্যে যদি পাঁচ ভাগ নষ্ট হয়ে যায়, তাহলেও লিভার কাজ করে। এই জন্য অনেক সময় লিভারের সমস্যা হলে শুরুতে বোঝা যায় না। রোগ অগ্রবর্তী পর্যায়ে চলে গেলে সেটি ধরা পড়ে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৭তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম শামসুল কবীর। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন ও লিভার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফ্যাটি লিভারের সমস্যায় শুরুতে কি কোনো লক্ষণ ধরা পড়ে?
উত্তর : আসলে কখনোই শুরুতে লক্ষণ ধরা পড়ে না। অনেক সময় অগ্রবর্তী পর্যায় গিয়ে ধরা পড়ে। খুবই মজার বিষয় হলো, ফ্যাটি লিভার দৃশ্যমান হয় একজন সোনোগ্রাফারের কাছে। একজন মানুষ হয়তো তার রুটিন চেকআপের জন্য বছরে একবার আলট্রাসনোগ্রাফি করে বা অন্য কোনো কারণে তাকে আলট্রাসনোগ্রাফি করতে পাঠানো হলো, দেখা গেল তার লিভারে চর্বি জমে বসে আছে। তখনই কিন্তু বের হয় যে তার ফ্যাটি লিভার রয়েছে। আমরা অন্যান্য অনেক পরীক্ষাই রুটিনমাফিক করি। যেমন কিডনি বা কোলেস্টেরল নির্ণয়। তবে সাধারণ লিভারের পরীক্ষা রুটিনমাফিক করি না। তবে ইদানীং মানুষের মাঝে সচেতনতা বেড়ে যাওয়াতে ফ্যাটি লিভারের রোগটা সামনে আসাতে আমরা সবাই বিষয়টি নিয়ে একটু সচেতন। তবে এর তো আসলে অনেক কারণ রয়েছে।