মাথা ন্যাড়া করলে কি চুল পড়া কমে?
অনেকেই চুলপড়া প্রতিরোধ করতে মাথা ন্যাড়া করে ফেলেন। তবে মাথা ন্যাড়া করলে কি আসলেই চুল পড়া প্রতিরোধ হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৩তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌনরোগ বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চুল পড়া প্রতিরোধে মাথা ন্যাড়া করে ফেলার কোনো সম্পর্ক রয়েছে কি?
উত্তর : ঢাকার যেই পরিবেশ, আমরা যদি চুল একটু ছোট করে রাখি, তাহলে ধুলা থেকে মুক্তি পাওয়া যায়। আবার জেল ব্যবহারে চুলের যে ক্ষতি হয় সেটি কিছুটা প্রতিরোধ করা যায়। এ ধরনের সমস্যা প্রতিরোধে চুল ছোট করে রাখার একটি ভালো বিষয় আমি দেখেছি।
অনেকে চুল পড়া প্রতিরোধে বারবার কামিয়েছে। যাদের বারবার টাক পড়ছে বছরের মধ্যে ১০ থেকে ১২ বার সেভ করছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো ফলাফল আসছে না। আসলে ন্যাড়া করার সঙ্গে চুল পড়ার কোনো সম্পর্ক নেই। তবে চুল ছোট করে রাখলে চুল পড়া কমিয়ে রাখা যায়।