শ্যাম্পু কয়দিন ব্যবহার করা ভালো?
শ্যাম্পু কতদিন পরপর ব্যবহার করতে হবে বা কীভাবে করতে হবে- এসব বিষয় নিয়ে অনেকের মধ্যেই দ্বন্দ্ব কাজ করে। আবার অনেকে ভাবেন প্রতিদিন শ্যাম্পু করলে চুল পড়ে যাবে।
এসব বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৩তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শ্যাম্পু কয়দিন করা ভালো? যাদের খুশকি রয়েছে তাদের জন্য কী ধরনের শ্যাম্পু ব্যবহার ভালো?
উত্তর : শ্যাম্পু বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়। কারো চুল নরম, কারো চুল শক্ত- এই ভেদে শ্যাম্পু করতে পারেন। তবে যারা বাইরে বেশি যান, বাইকে চলতে হয়, সিএনজিতে চলতে হয়, ধুলা লাগে তাদের ক্ষেত্রে আমি বলব, প্রতিদিনই শ্যাম্পু করা ভালো। মূলত শ্যাম্পুর জন্য কখনো চুল পড়ে না, যদি একজন মানুষ বুঝতে পারে, তার চুলের জন্য কোনটা স্যুট করেছে।
যাদের চুলে খুশকি রয়েছে, তারা কেবল অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করবে সেটি নয়। তারা স্বাভাবিক একটি শ্যাম্পু একদিন ব্যবহার করবে, পরের দিন একটি ভালো মানের অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারে।