স্থূলতা থেকে যেসব সমস্যা হয়
স্থূলতা থেকে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা হয়। সাধারণত স্থূলতাকে বলা হয় সব রোগের কেন্দ্রবিন্দু। স্থূলতা থেকে হওয়া স্বাস্থ্য সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৮তম পর্বে কথা বলেছেন পুষ্টিবিদ শবনম মোস্তফা। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের পুষ্টি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্থূলতা থেকে সাধারণত কী ধরনের সমস্যা হতে পারে?
উত্তর : স্থূলতা সব রোগের কেন্দ্র। এখান থেকে উচ্চ রক্তচাপ আসতে পারে। কোলেস্টেরল বেড়ে যেতে পারে। টাইপ টু ডায়াবেটিস আসতে পারে, প্রেশার আসতে পারে। এ ছাড়া কিছু হৃদরোগ আসতে পারে। আর এখন কিন্তু বাচ্চারাও স্থূল হয়ে যাচ্ছে। এটি কিন্তু একটি অন্যতম বিষয়। আইসিডিডিআরবির সম্প্রতি গবেষণা বলছে, ঢাকা মেট্রোর ১৪ ভাগ শিশু স্থূল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যে বাচ্চা বয়ঃসন্ধিতে স্থূল থাকছে, এর পাঁচ ভাগ প্রাপ্তবয়স্ক বয়সে গিয়ে স্থূল হচ্ছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মধ্যে রয়েছে। এই স্থূলতাকে আমাদের এখনই নিয়ন্ত্রণ করতে হবে। এ বিষয়ে কাজ করতে হবে।