গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে যেসব জটিলতা হয়
গর্ভাবস্থায় অনেকেরই ডায়াবেটিসের সমস্যা হয়। শৃঙ্খলাবদ্ধ জীবন, নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস, ঠিকমতো ওষুধ গ্রহণ ইত্যাদি গর্ভাবস্থায় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এ সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা হতে পারে।
গর্ভাবস্থায় ডায়াবেটিসের জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৫তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখতে পারলে কী কী জটিলতা হয়?
উত্তর : নিয়ন্ত্রণে না রাখলে আসলে অনেক ধরনের জটিলতা হয়। দেখা যাচ্ছে, মায়ের গর্ভপাত হতে পারে অথবা মা অপরিপক্ব বাচ্চা প্রসব করাতে পারেন। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মায়ের বাচ্চা অনেক বড় হয়ে যেতে পারে অথবা বাচ্চা বৃদ্ধি ঠিকমতো নাও হতে পারে। অনেক বড় বাচ্চা যদি হয়, সে ক্ষেত্রে বাচ্চা প্রসবের সময় বিভিন্ন বাধা আসতে পারে। এ ছাড়া বাচ্চার মাথা বের হয়ে যাবে, তবে হাতটা আটকে যাবে—এ রকম সমস্যা হতে পারে। মাতৃমৃত্যুর হার অনেকখানি বেড়ে যায়।
এ ছাড়া দেখা গেছে, বড় বাচ্চা প্রসব করতে মায়ের পেরিনিয়ামে আঘাতের ঘটনা ঘটতে পারে। প্রসবের পর হেমোরেজ অনেক হয়। অনেক সময় বড় বাচ্চার জন্য অস্ত্রোপচারের সময় ঝুঁকি অনেক বেড়ে যায়।