সেলুনে ঘাড় ফোটানো কি উপকারী?
জীবনে চুল কাটেনি- এমন লোক বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। আধুনিক যুগের নারী- পুরুষ চুলের পেছনে বিরাট অঙ্কের বরাদ্দ রাখেন তাদের মাসিক খরচে। চুল- কাটার এই ব্যাপরটি ক্রমেই গুরুত্ব পাচ্ছে। কারণ, চুল কাটা মানে শুধু চুল ছেঁটে ফেলা নয়, এটি একটি ফ্যাশনও বটে। আর তাই চুল কাটার সঙ্গে জড়িয়ে পড়েছে ব্যক্তিগত সৌন্দর্য ও রুচির প্রসঙ্গ। এতে চুলের সৌন্দর্য রক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সেলুন বা হেয়ার ফ্যাশন শিল্প।
আজকাল প্রায় সবাই আরাম আয়েশ করে চুল কাটতে চান। নরসুন্দরের কাঁচির কিচির কিচির শব্দে তন্দ্রালু চোখে চেয়ারে এলিয়ে দেন অবসন্ন শরীর। চুল কাটার পর আসে মাথা ম্যাসেজের পর্ব। মাথা- ম্যাসেজের কৌশল ও কসরত প্রায় সবাইকেই আছন্ন করে ফেলে অন্যরকম অনুভবে। মাথা ম্যাসেজের একপর্যায়ে নরসুন্দর একটি ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন। আর সেটি হচ্ছে ডানে বাঁয়ে ঘাড় ফোটানো। এভাবে ডান বাঁয়ে, ওপরে নিচে করে ঘাড় ফোটানোর কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। এতে তরে স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জুতে আঘাত হতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট নিউরো সার্জন ডা. মো. গোলাম মহিউদ্দিন। ডা. মহিউদ্দিন এ ধরনের ইনজুরিকে হুইপল্যাশ ইনজুরি বলে উল্লেখ করেছেন।
ঘাড়ে যে কশেরুকাগুলো একটির পর একটি সাজানো থাকে, তার পেছনে লম্বালম্বিভাবে ফিতার মতো জুড়ে থাকে পোস্টিরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট। মোটামুটি কৈশোর পেরোবার পর থেকেই এই লিগামেন্ট অসিফাইড বা অস্থিযুক্ত হতে থাকে। এ অবস্থায় সেই লিগামেন্টকে বলা হয় অসিফাইড পোস্টিরিয়র লংগিচুডিনাল লিগামেন্ট। লিগামেন্টের এই অস্থিযুক্ত পরিবর্তনের কারণে এটি বেশ শক্ত হয়ে পড়ে। ভার্টিব্রার জন্য একটি অসিফাইড লিগামেন্ট হচ্ছে লিগামেন্টাস ফ্লেভা। এ অবস্থায় ঘাড়কে ডানে বাঁয়ে, ওপর নিচে করে ফোটানোর চেষ্টা করলে তা ভার্টিব্রাল ক্যানেল বা মধ্যস্থিত সুরঙ্গের স্পাইনাল কর্ডকে আহত করতে পারে। আর আহত হওয়ার কারণে হাত পায়ের স্পর্শজনিত অনুভব লোপ পাওয়া থেকে শুরু করে হাত পায়ে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন নিউরো সার্জন ডা. মহিউদ্দিন। অথচ সামান্য আরাম আয়েশের জন্য অনেকেই এই ঝুঁকিপূর্ণ ম্যাসাজ পদ্ধতি গ্রহণ করছেন। কাজেই সেলুনে বা পার্লারে চুল কাটুন, ম্যাসাজ করুন কিন্তু ঘাড় ফোটানোর অভিজ্ঞতা আর নয়। বলা তো যায় না, এই ঘাড় ফোটানো থেকে কখন কোন দুর্ঘটনা ঘটে যায়!
লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল