সংবেদনশীল ত্বকে বেশি সমস্যা হয় কেন?
সাধারণত স্বাভাবিক ত্বকের তুলনায় সংবেদনশীল ত্বকে বেশি সমস্যা হয়। অ্যাটোপিক ডার্মাটাইটিস,ব্রণ ইত্যাদি হওয়ার আশঙ্কা এসব ত্বকে বেশি থাকে।
সংবেদনশীল ত্বকে কেন বেশি সমস্যা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯০তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল বিডির ডারমাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সংবেদনশীল ত্বকের সমস্যা হওয়ার কারণ কী?
উত্তর : কারণগুলোকে আমি তিনটি ভাগে ভাগ করতে চাই। স্বাস্থ্য, পরিবেশ ও জীবনযাপনের ধরন। জিনগতভাবে কারো কারো ত্বকটা স্পর্শকাতর হয়ে যায়। কারণ, আমাদের ত্বকটি হচ্ছে আমাদের রোড ম্যাপের মতো। সেই রোড ম্যাপকে আমি আমার জীবন যাপনের ধরন দিয়ে যেভাবে সাজাব, সেভাবে তার লক্ষণগুলো দেখা যাবে। এটি স্বাস্থ্যগত বিষয়।
আর এরপর পরিবেশগত একটি বিষয় রয়েছে। এর গঠনটি কিন্তু পরিবেশ দিয়েও নষ্ট হয়ে যেতে পারে। পরিবেশের মধ্যে আসে দূষণ ও তাপমাত্রা। খুব বেশি শীত বা খুব বেশি গরম হলে সমস্যা হতে পারে। এর বাইরে জীবনযাপনের ধরন একটি বিষয়। এসব কারণে সংবেদনশীল ত্বকে সমস্যা হয়।
প্রশ্ন : প্রথমেই কি আপনারা চিকিৎসা দিয়ে থাকেন। না কি রোগ নির্ণয় করে থাকেন?
উত্তর : এখন চিকিৎসা অনেক অগ্রবর্তী। আমাদের কাছে অনেক পদ্ধতি রয়েছে, যা দিয়ে আমরা ত্বক পরীক্ষা করতে পারি। যেমন ত্বক এনালাইজার বা ডার্মাস্কোপ। সবচেয়ে সহজ পদ্ধতি হলো উডস ল্যাম্প। খুব ছোট মেশিন। এই আলো দিয়ে আমরা নির্ণয় করতে পারি কার ত্বক কী রকম। যেমন, যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকে উড লাইটে ডার্ক পার্পেল আসবে। আর যাদের ত্বক একটু তৈলাক্ত হয়, তাদের কমলা রং আসবে। স্বাভাবিক ত্বক একটু হলুদাভ দেখায়।
স্পর্শকাতর ত্বক কেন হচ্ছে? আমাদের ত্বকে যে বাধা রয়েছে, সেটা হারিয়ে যাচ্ছে। আমাদের যে স্নায়ুগুলো আমাদের পুষ্টি দিচ্ছে, সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ডার্মাস্কোপ বা ত্বক পর্যবেক্ষণের মাধ্যমে আমরা গ্রন্থি বা নালিগুলোর অবস্থা বুঝতে পারি। তখন আমাদের জন্য চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়।
আর আমরা এই সংবেদনশীল ত্বককে তিন ভাগে ভাগ করি। স্বাভাবিক সংবেদনশীল ত্বক, অত্যন্ত শুষ্ক সংবেদনশীল ত্বক, তৈলাক্ত সংবেদনশীল ত্বক।
প্রশ্ন : সবার জন্যই কি পরীক্ষা করেন? না কি আগে দেখে নেন যে কী কারণে সমস্যা হচ্ছে?
উত্তর : অনেকেই সংবেদনশীল ত্বক নিয়ে আসছে না, অ্যালার্জিক রিঅ্যাকশন নিয়ে আসছে। তখন আমরা পরীক্ষা করে দেখছি তার ত্বক আসলে সংবেদনশীল কি না। কারণ, সংবেদনশীল ত্বকে অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জিক রিঅ্যাকশন বা ব্রণ হয়।