ক্যানসারের সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সম্পর্ক
সাধারণত আঁশযুক্ত খাবার কম খেলে কোষ্ঠকাঠিন্য হয়। আবার অনেক সময় বৃহদন্ত্রের ক্যানসারের কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পরে। মূলত বৃহদন্ত্রের ক্যানসারের সঙ্গে কোষ্ঠকাঠিন্যের একটি সম্পর্ক রয়েছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯৫তম পর্বে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বৃহদন্ত্রের ক্যানসারের সঙ্গে কোষ্ঠকাঠিন্যের কি কোনো সম্পর্ক রয়েছে?
উত্তর : হ্যাঁ। বৃহদন্ত্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। দুভাবে চিন্তা করা যেতে পারে। দীর্ঘ সময় ধরে যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে বৃহদন্ত্রের ভেতরে যে মিউকোসা থাকে, সেখানে বারবার আঘাত পাওয়ার কারণে যে পরিবর্তন হয়, এর কারণে ক্যানসার হতে পারে। পাশাপাশি যাদের কোলরেক্টাল ক্যানসার হয়, বিশেষ করে রেক্টাল ক্যানসারের ক্ষেত্রে পায়ুপথে পায়খানা বের হতে পারে না, এ ক্ষেত্রে অনেক সময় কোষ্ঠকাঠিন্য তৈরি হয়।
আগে যাঁদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তাঁরাও কোষ্ঠকাঠিন্যের ঝুঁকির মধ্যে থাকেন, আবার হওয়ার পরেও কোষ্ঠকাঠিন্য আসতে পারে।