মেছতা কেন হয়?
মেছতা বেশ প্রচলিত সমস্যা। এর পেছনে বিশেষ কারণ থাকতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪৩৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক নাজমুল করিম মানিক। বর্তমানে তিনি সুমনা হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : মেছতার পেছনে কি কোনো কারণ থাকে?
উত্তর : প্রধানত হরমোনের কারণ। প্রোজেস্টেরন হরমোনের প্রভাব শরীরে বেশি হলেই দেখা যায় এটি হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে ইডিওপেথিক। দেখা যায় নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রশ্ন : মেছতা প্রতিরোধের পরামর্শ কী থাকবে।
উত্তর : আসলে এটা প্রতিরোধের তেমন কোনো উপায় নেই। কিছু কিছু রোগ আছে আগে থেকে প্রতিরোধ করা সম্ভব নয়। হলে চিকিৎসা করতে হবে। যখন হয় প্রাথমিকভাবে তিনি যদি চিকিৎসকের পরামর্শ নেন তাহলে বিষয়টিকে ঠিক করা যাবে।
প্রশ্ন : প্রাথমিক অবস্থা বলতে আসলে ঠিক কখন চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা শুরু করতে হবে?
উত্তর : যখনই দেখা যাচ্ছে গালে একটু খানি বাদামি রঙের দাগ পড়ছে, হালকা হালকা বা খয়েরি রঙের দাগ দেখা যাচ্ছে, তখনই তিনি চিকিৎসকের কাছে আসবেন। সেটা নিয়ে অপেক্ষা না করে, কারো পরামর্শে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার না করে, যদি চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে নির্মূল করা সম্ভব। সেটি অনেক বেশি সহজ হবে।

ফিচার ডেস্ক