ইরানে ভূমিকম্পে নিহত ৫, বহু ক্ষয়ক্ষতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/02/iran.jpg)
ইরানের হরমোজগান প্রদেশের সায়েহ খোস গ্রামে ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি বাড়ি পরিষ্কার করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং বহু হতাহত হয়েছে। তিন বার অন্তত ছয় ডিগ্রির ভূমিকম্প আঘাত হানলে এসব হতাহত ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।
শক্তিশালী দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি। তবে যেটিতে সবচেয়ে বেশি হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল।
শনিবার ভোরে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।
ইরানের সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী বন্দর আব্বাসের আশপাশের শহর ও গ্রামে ভূমিকম্পের পরপর অন্তত ৩০ বার ভূকম্পন অনুভূত হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/02/iran-inside.jpg)
শনিবার ভোরে ভূমিকম্পের সময় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। অনেকের বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত তারা রাস্তায়ই রয়েছেন।