অমর্ত্য সেন সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ মেয়ের
অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার মেয়ে নন্দনা সেন। তিনি তার বাবাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে নন্দনা লিখেছেন, তার বাবা শুধু সুস্থই না, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুটি কোর্সে শিক্ষকতাও করছেন তিনি এবং বরাবরেই মতো ব্যস্ত আছেন।
এক্সে নন্দনা সেন লেখেন, ‘বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। কিন্তু, খবরটি মিথ্যা। বাবা সুস্থ আছেন। গোটা পরিবার সুন্দর সপ্তাহ কাটিয়েছি। আমরা ক্যামব্রিজে রয়েছি। গত রাতে যখন আমরা তাকে বিদায় বলেছিলাম, তখনও তার আলিঙ্গন বরাবরেই মতো শক্তিশালী ছিল! তিনি হার্ভার্ডে সপ্তাহে দুটি কোর্স পড়াচ্ছেন, বরাবরেই মতো তিনি ব্যস্ত।’
ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে পোস্টটি। এটিতে রিপোস্ট হয়েছে দুই হাজারেরও বেশি। এতে রিয়েকশন এসেছে আট হাজারের বেশি। এই পোস্টটি বুকমার্ক করা হয়েছে ৯১ বার।