ব্রণের চিকিৎসায় লেজারের ভূমিকা কতখানি?
ব্রণের সমস্যা কমাতে লেজারের একটি ভালো ভূমিকা রয়েছে। খরচ একটু বেশি হলেও এই পদ্ধতিতে ব্রণের সমস্যা অনেকটাই সমাধান করা যায়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০১তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর ডিডিভি ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন।
প্রশ্ন : ব্রণের চিকিৎসায় লেজারের ভূমিকা কতখানি?
উত্তর : লেজারের বেশ ভালো ভূমিকা রয়েছে। তবে এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে দেওয়া উচিত। তথাকথিত চিকিৎসকের কাছে গেলে পিগমেন্টেশন আরো বেড়ে যেতে পারে। অ্যাবলটিভ লেজার, সিওটু লেজার এগুলো আমরা সবসময় ব্যবহার করছি। এগুলো আমাদের বাংলাদেশি ত্বকের সঙ্গে সম্পর্কিত এবং খুব ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। তবে এই ক্ষেত্রে অন্যান্য চিকিৎসার চেয়ে খরচ একটু বেশি।
প্রশ্ন : ব্রণের দাগ কমানোর চিকিৎসার খরচ এবং সময় কেমন ?
উত্তর : রেডিও ফ্রিকুয়েন্সি মাইক্রোনিডলিং আমরা তিন থেকে চার সপ্তাহ করি। প্রতি সেশন পাঁচ হাজার টাকা পড়ে। এ রকম ধরেন একটি রোগীর ছয়টি সেশন করব। ৩০ হাজার টাকা সম্পূর্ণ খরচ। লেজারের ক্ষেত্রে একটু বেশি পড়বে। ছয় থেকে সাত হাজার টাকা পার সেশন। এ রকম চার/ পাঁচটি সেশন করলে খুবই ভালো একটি ফল পাওয়া যায়। সবচেয়ে সহজ পদ্ধতি হলো ক্যামিক্যাল পিল বা বিউটি পিল। সেটি চার হাজার টাকা করে করতে পারছেন দুই সপ্তাহ/তিন সপ্তাহ পর পর। চার/পাঁচটা করলেই রোগী ফলাফল পেয়ে যান। বেশির ভাগ ক্ষেত্রে আমি দেখেছি রোগী চান আরো বেশি করতে। সেটাও করা সম্ভব। এতে দাগ চলে যাওয়ার পাশাপাশি ত্বকটা টান টান হয়ে যায়। কুচকানোভাব চলে যায়।