আইসিসির এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেন আলিম দার
আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার।
২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের সেই বিতর্কিত ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন আলিম দার। আইসিসির এলিট প্যানেলে দীর্ঘ ১৯ বছর ধরে ছিলেন ৫৪ বছর এই পাকিস্তানি। তবে, এলিট প্যানেল থেকে সরে গেলেও এখনই আম্পায়ারিং ছাড়ছেন না বলে জানালেন আলিম দার।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো থেকে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড আলিম দারের দখলে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪৩৫টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি। যাতে রয়েছে ১৪৪ টি টেস্ট, ২২২ টি ওয়ানডে ও ৬৯ টি টি-টোয়েন্টি ম্যাচ।
ক্যারিয়ারের পুরোটা সময় বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আলিম দার। দায়িত্ব পালন করেছেন চারটি বিশ্বকাপের ফাইনালে। ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১০ ও ২০১১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার থাকা আলিম দার ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিনবার হয়েছেন আইসিসির বর্ষসেরা আম্পায়ার।
আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে যাওয়া প্রসঙ্গে আলিম দার বলেন, ‘আম্পায়ারিং জীবনের দীর্ঘ এ যাত্রাটাকে আমি ভীষণ উপভোগ করেছি। এমন অনেক কিছুই অর্জন করেছি, যা আমার শুরুর সময়টাতে কল্পনাও করতে পারিনি। এলিট প্যানেল থেকে সরলেও আম্পায়ারিং এখনই ছাড়ছি না।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলেই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করতে পারবেন আলিম দার। আম্পায়ারদের নির্ভরযোগ্য কোনো সংগঠনে যুক্ত হলে যেতে পারবেন দেশের বাইরেও।