এক খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ভারত
২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া রওনা হবে। তবে স্কোয়াডের অফিসিয়াল ১৫তম খেলোয়াড় ছাড়াই যাচ্ছে তারা। সম্প্রতি টুর্নামেন্ট থেকে বাদ পড়া জাসপ্রীত বুমরাহর জায়গায় এখনো কারও নাম ঘোষণা দেয়নি তারা।
বুমরাহর বিকল্প মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে অনিশ্চয়তায় বিসিসিআই। ক্রিকবাজের খবরে জানা গেছে এই তথ্য।
এনসিএর মেডিকেল দল শামির ফিটনেস দেখবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআইকে জানাবে তারা। আইসিসির নিয়ম অনুযায়ী পূর্ণ স্কোয়াড ঘোষণা করার জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সময় পাবে দল। শামি ফিট হলে পরে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে যোগ দেবেন। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে।
শামি ফিট না হলে মোহাম্মদ সিরাজ ও দীপক চাহারের মধ্য থেকে একজনকে নেওয়া হবে। এখন সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন সিরাজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরাজ ও চাহার দুজনেই আছেন।
ভারতীয় নির্বাচকরা চেয়েছিলেন শামিও ওয়ানডেতে খেলুক, কিন্তু করোনার কারণে এই সিরিজে খেলতে পারছেন না।
তিনটি ওয়ানডে ৬, ৯ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।