বিদেশের মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ
রাত পোহালেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও ঘরের মাঠের সুবিধা পাচ্ছে স্বাগতিকেরা। বাংলাদেশের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ। আর সেই বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি ভালোই হয়েছে বলে জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।
হারারেতে আজ বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই জিম্বাবুয়ে। তাই সাধারণ টেস্টের আদলেই হবে এই লড়াই। তবে টেস্ট ক্রিকেটের তলানির দল হওয়ায় দুদলই চাইবে ম্যাচটি জিততে। সেই হিসেবে ঘরের মাঠ বিবেচনায় চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য।
এ ছাড়া গত কিছুদিন ধরে প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টি খেলতে থাকা বাংলাদেশের ক্রিকেটারেরা হুট করেই মাঠে নামবে সাদা পোশাকের লড়াইয়ে। সেই সঙ্গে দলের ব্যাটিংয়ের মূল ভরসা তামিম ইকবালকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। সব মিলে কিছুটা দুশ্চিন্তায় বাংলাদেশ অধিনায়ক। তবুও লড়াইয়ের জন্য প্রস্তুতি ভালো হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন মুমিনুল।
জিম্বাবুয়ে পৌঁছে মাত্র একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করে বাংলাদেশ। প্রথমে দুই দিনের অনুশীলন। এরপর জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। সব মিলে লড়াইয়ের জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছে মুমিনুল হকের দল।
মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমি এই দিকটা নিয়ে একটু চিন্তায় ছিলাম (টি-টোয়েন্টি খেলে টেস্ট ক্রিকেটে)। কিন্তু এখন দেখছি এই চিন্তাটা অনেকখানি কেটে গেছে। এখানে আসার পর এক সপ্তাহ ধরে লাল বলে অনুশীলন করছি। প্রস্তুতি ম্যাচে সবাই খুব ভালো করেছে। তাই যে ঘাটতি ছিল সেটা এখন নেই, আশা করি টেস্ট ম্যাচটা ভালো কাটবে।’
মুমিনুল আরো বলছেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুই দিনের প্রস্তুতিতে ব্যাটসম্যান-বোলাররা সবাই ভালো করেছে। তাই আমরা টেস্ট ম্যাচেও ভালো কিছু আশা করছি। আর শুধু জিম্বাবুয়েতে না, যে কোনও দেশেই অ্যাওয়ে ম্যাচ চ্যালেঞ্জিং হয়। তবে প্রস্তুতির দিক থেকে আমি আশাবাদী যে, পাঁচদিন ভালো ক্রিকেট খেললে অবশ্যই ফল আমাদের দিকে আসবে।’