বিশ্বরেকর্ড গড়লেন তামিম
পাল্লেকেলে টেস্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন মুশফিকুর রহিম। আর এই ম্যাচ শেষে কীর্তিটা চলে গেলো তামিম ইকবালের দখলে। ম্যাচের দ্বিতীয় ইনংসে ৭৪ রানের হার না মানা একটি ইনিংস খেলে শীর্ষে উঠে যান এই তারকা ওপেনার।
৬৩ টেস্ট খেলে তামিমের মোট সংগ্রহ ৪৬৭২ রান। আর ১০ টেস্ট বেশি খেলে মুশফিকের মোট রান ৪৬০৫ রান।
তামিম প্রথম ইনিংসে ৯০ রানের একটি ঝলমলে ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে মুশফিক করেছিলেন ৬৮ রান।
দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করার পথে তামিম একটি বিশ্বরেকর্ড গড়েছেন। ভেঙেছেন ১৩১ বছর আগের কীর্তি।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর যখন ৫২, তখন তামিম অর্ধশতক করেন। দলীয় ইনিংসের সঙ্গে ব্যাটসম্যানের রানের ব্যবধান সবচেয়ে কম এটি। দীর্ঘদিন এই রেকর্ড দখলে ছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়ন্সের। ১৮৯০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে যখন অস্ট্রেলিয়ার দলীয় রান ৫৫ ছিল তখন অর্ধশতক হাঁকিয়েছিলেন লায়ন্স। ২০১৪ সালে এই রেকর্ড করেছিলেন ক্রিস গেইল। পোর্ট অব স্পেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন ৫৫ তখন ফিফটি হাঁকিয়েছিলেন এই ক্যারিবীয় ওপেনার।
এবার তামিম এই দুজনকে ছাড়িয়ে গেছেন। তাঁর সাফল্যের দিনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৪১ রান করে। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৬৪৮ রান। আর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০ রান করে।

স্পোর্টস ডেস্ক