একই দিনে উপেক্ষিত সাকিব-মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার প্রথম মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। গতবারের মতো এবারও সাকিব আল হাসান কলকাতার হয়ে এবং মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে খেলছেন। তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আশা ছিল আজ কাটার-মাস্টার ও বিশ্বসেরা অলরাউন্ডারের একটি লড়াই দেখতে পাবেন।
কিন্তু না, তা হলো না। কলকাতার হয়ে সাকিব ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুস্তাফিজ এই ম্যাচে উপেক্ষিত থাকলেন। দুজনের একজনও একাদশে জায়গা পাননি।
এবারের আসরের শুরু থেকেই কলকাতার সঙ্গে আছেন সাকিব, কিন্তু খেলতে পারেননি একটি ম্যাচও। এরই মধ্যে তিন ম্যাচ খেলেছে কলকাতা। জিতেছে দুটি এবং হেরেছে একটি ম্যাচ।
অবশ্য মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়াসের বিপক্ষে আগের ম্যাচের আগেরদিন দলের সঙ্গে যোগ দিয়ে পরদিন ম্যাচ খেলেছেনও। কিন্তু সে ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল একেবারেই বাজে। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়েছেন তিনি। তা ছাড়া প্রথম ওভারেই খরচ করেছেন ১৯ রান। সেদিন হেরেছিল তার দলও।
তাই অনুমিতভাবেই আজকের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজ। অবশ্য তিনি আশা করেছিলেন এই ম্যাচে নিজের প্রধান অস্ত্র অফ-কাটার বেশ কাজ করবে।
ম্যাচের আগে বলেও ছিলেন মুস্তাফিজ, ‘কাটার ডেলিভারিগুলো নির্ভর করে উইকেটের ওপর। আবহাওয়া যদি শুষ্ক হয়, খেলা যদি দিনের বেলায় হয় — ঠিক আগামীকালের ম্যাচের মতো — তাহলে হ্যাঁ, অফ-কাটারগুলো কাজ করবে, এমনটাই আশা করি। যখনই খেলি, নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা থাকে। আমাকে যদি খেলানো হয়, অবশ্যই সবটা উজাড় করেই খেলব।’