ফুটবলে পাতানো খেলা নিয়ে আবার আলোচনা
বাংলাদেশের ফুটবলে পাতানো খেলার খবর নতুন নয়। পাইওনিয়র থেকে শুরু করে একেবারেই সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পাতানো খেলা হয়ে থাকে। এর জন্য বিভিন্ন সময়ে শাস্তি পর্যন্ত দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবকে। দেশের ফুটবলের দ্বিতীয় স্তর সিনিয়র ডিভিশন ফুটবল লিগে এবার পাতানো খেলা নিয়ে তুলকালাম কাণ্ড চলছে।
অভিযোগ উঠেছে, ওপরের দিকের ক্লাবগুলো নাকি অবনমনশঙ্কায় থাকা কয়েকটি ক্লাবকে পয়েন্ট ছেড়ে দিচ্ছে। গত পরশু ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার ও ঢাকা ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি পাতানো হয়েছে। বাফুফে কর্মকর্তাদের কাছে তা নাকি স্বীকারও করেছেন ক্লাবগুলোর কর্মকর্তারা।
ঢাকা মহানগর লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ হুমকি দিয়েছেন প্রমাণ হলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে ক্লাবগুলোকে। এ ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা শুনেছি বিষয়টি। তা নিয়ে নিয়ে আমরা কাজ করছি। তদন্তে প্রমাণ হলে কঠোর শাস্তি দেওয়া হবে।’
এ ছাড়া ঢাকা ওয়ান্ডারার্স, বাসাবো স্পোর্টিং ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, সোশ্যাল ওয়েলফেয়ারও নাকি পাতানো খেলেছে বলে অভিযোগ রয়েছে। এই বিষয় নিয়ে বাফুফে ও লিগ কমিটির কাছে অভিযোগও করেছে দুটি ক্লাব।
সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগেও পাতানো খেলা হয়েছে, তা প্রমাণিত। এর আগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও রহমতগঞ্জ এমআরএফকেও পাতানো খেলার কারণে শাস্তি দিয়েছিল বাফুফে। তখন মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল ক্লাবগুলোকে। এর সঙ্গে জড়িত থাকা কয়েকজন খেলোয়াড়কেও শাস্তি দেওয়া হয়েছিল তখন।
তা ছাড়া পেশাদার লিগে টানা তিন মৌসুম চ্যাম্পিয়ন হওয়া একটি ক্লাবের বিপক্ষেও পাতানো খেলার অভিযোগ ছিল। যদিও বিষয়টি নিয়ে বাফুফে কখনো তদন্তে যায়নি। এমন অনেক কারণেই দেশের ফুটবলের জনপ্রিয়তা শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে।

ক্রীড়া প্রতিবেদক