আজ কৃষ্ণাদের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া
থাইল্যান্ডে অনুশীলনে কৃষ্ণারা। ছবি : বাফুফে
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের গ্রুপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
শক্তির বিচারে উত্তর কোরিয়া বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। তারপরও খুবই আত্মবিশ্বাসী দলটির কোচ গোলাম রাব্বানি ছোটন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই আসরকে সামনে রেখে আমাদের মেয়েরা গত এক বছর কঠোর অনুশীলন করেছে। তারা মানসিকভাবে প্রস্তুত প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে নামতে। আশা করছি তারা ভালো কিছু করবে।’
এই আসরকে সামনে রেখে গত এক বছরে ২২টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় গিয়ে তাদের বিপক্ষে ম্যাচ খেলেছে কৃষ্ণারা।

ক্রীড়া প্রতিবেদক