চমক দেখাচ্ছেন আফগানিস্তানের তরুণরাও!
আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত একটি দেশের ক্রিকেটে সাফল্য যে কাউকেই অবাক করবে। জাতীয় দলের পর এবার জুনিয়র দলও একের পর চমক দেখাচ্ছে। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে দলটি।
গ্রুপ পর্বে পরাশক্তি পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোটাই যেখানে অঘটন সেখানে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারানো টুর্নামেন্টের সবচেয়ে বড় চমকই বলা যায়। নিউজিল্যান্ডকে মোটেও প্রতিরোধ গড়তে দেয়নি আফগানিস্তান। ফলশ্রুতিতে ২০২ রানের বিশাল ব্যবধানে হার মানে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিং তাণ্ডবে কোনো উইকেট না হারিয়েই ১১৭ রান করে আফগানিস্তান। দুই ওপেনারই রহমতুল্লাহ (৬৯) ও ইব্রাহিম (৬৮) হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর দুটি উইকেট দ্রুত চলে গেলেও বাহির শাহর অপরাজিত ৬৭ ও আমাতুল্লাহর ৬৬ রানের বদৌলতে আফগানিস্তানের ইনিংস থামে ৩০৯ রানে।
জবাবে ব্যাট করতে নেমে মুজিব ও কায়েসের বোলিং তাণ্ডবে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। মুজিব ও কায়েস দুজনই চারটি করে উইকেট শিকার করেন।

স্পোর্টস ডেস্ক