বার্সেলোনার টানা তৃতীয় ড্র

একের পর এক হোঁচট খেয়ে চলেছে বার্সেলোনা। গত সপ্তাহে লা লিগায় ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর শনিবার রাতে দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও ২-২ গোলে ড্র করেছে গতবারের শিরোপাজয়ীরা। নিজেদের মাঠে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের। এই দুই ম্যাচের ফাঁকে গত বুধবার চ্যাম্পিয়নস লিগেও বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বার্সা।
আরেকবার হোঁচট খাওয়ায় স্প্যানিশ লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। রোববার অ্যাথলেতিক বিলবাওকে হারাতে পারলে বার্সাকে ছুঁয়ে ফেলবে আতলেতিকো মাদ্রিদ। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আতলেতিকোর অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। বিরতির পর ৬২ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকিতিচ। কিন্তু ২-০ গোলে এগিয়েও জিততে পারেনি গত মৌসুমের ট্রেবলজয়ীরা। ৭৭ মিনিটে একটি গোল শোধ করেন লুকাস পেরেজ। ৮৬ মিনিটে বার্সা সমর্থকদের স্তব্ধ করে দিয়ে সমতাসূচক গোল করেন দেপোর্তিভোর মিডফিল্ডার অ্যালেক্স বেরগানতিনোস।
আবারও ড্র করে হতাশ বার্সার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। খেলা শেষে তাঁর মন্তব্য, ‘এটা ব্যাখ্যা করা কঠিন। যখন প্রয়োজন ছিল তখনই আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়েছি। আর ২-০ গোলে পিছিয়ে থাকা প্রতিপক্ষের জন্য কাজটা সহজ করে দিয়েছি। ফুটবলে এমন ঘটনা অবশ্য ঘটতেই পারে। পুরো ম্যাচ বিশ্লেষণ করে আমাদের ভুল খুঁজে বের করতে হবে। চেষ্টা করতে হবে যেন এ রকম আর না ঘটে।’