লন্ডনে আশরাফুলের সঙ্গে মুস্তাফিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে ২০১৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ প্রায় তিন বছর ক্রিকেটের বাইরে তিনি। এক সময়কার তারকা ক্রিকেটারের নিষেধাজ্ঞা উঠতে বাকি আর অল্প কয়দিন। আগস্টেই উঠে যাবে তাঁর নিষেধাজ্ঞা।
এখন আশরাফুল রয়েছেন ইংল্যান্ডে। তাই কাউন্টি ক্রিকেট লিগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের খেলা দেখতে ভুল করেননি। কাউন্টি লিগে মুস্তাফিজের অভিষেক মাঠে বসেই দেখেছেন আশরাফুল।
শুধু তাই নয়, বাংলাদেশের এই দুই তারকা লন্ডনে একই সঙ্গে কিছুক্ষণ সময়ও কাটিয়েছেন। একই সঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে আশরাফুলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মুস্তাফিজ। সেখানে মুস্তাফিজ লিখেছেন, ‘লন্ডনে আশরাফুল ভাইয়ের সঙ্গে একই ছবিতে আমি।’
কাউন্টি লিগে খেলতে গিয়ে নেটে অনুশীলনের সময় বাঁ-কাঁধে আবার ব্যথা পান মুস্তাফিজ। তাঁর কাঁধের পুরোনো সেই চোট আবার নতুন করে দেখা দিয়েছে। তাই গত রোববার কাউন্টি লিগের সর্বশেষ ম্যাচটি খেলতে পারেননি এই বাঁ-হাতি পেসার।

ক্রীড়া প্রতিবেদক