বাঁচা-মরার লড়াইয়ে স্যামিদের লক্ষ্য ১৪৩ রান
গ্রুপ পর্ব শেষে মাঠে গড়িয়েছে বিপিএলের শিরোপা জয়ের চূড়ান্ত লড়াই। এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেছে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুটি দল চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। হারলেই বিদায় নিতে হবে বিপিএল থেকে। ধূলিসাৎ হবে শিরোপাজয়ের স্বপ্ন। অন্যদিকে জয়ী দল আরেক ধাপ এগিয়ে যাবে ফাইনালের পথে। বাঁচা-মরার এ লড়াইয়ে ব্যাট হাতে খুব একটা ভালো নৈপুণ্য দেখাতে পারেনি তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংস। জয়ের জন্য তারা ড্যারেন স্যামির রাজশাহী কিংসের দিকে ছুড়ে দিয়েছে ১৪৩ রানের লক্ষ্য।
বিপিএলের প্রায় প্রতিটি ম্যাচের মতো আজও ব্যাট হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম। খেলেছেন ৪৬ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংস। চিটাগংয়ের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলও জ্বলে উঠেছেন স্বভাবসুলভ ভঙ্গিতে। পাঁচটি ছয় মেরে করেছেন ৪৪ রান। তৃতীয় ওভারে মাত্র ৮ রানের মাথায় ওপেনার ডোয়াইন স্মিথের উইকেট হারানোর পর তামিম-গেইলের জুটিতেই ঘুরে দাঁড়িয়েছিল চিটাগং। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ৭৪ রানের জুটি। ১১তম ওভারে গেইলের উইকেট হারানোর পর অবশ্য অনেকটাই কমে যায় চিটাগংয়ের রান সংগ্রহের গতি। বড় কোনো জুটিও আর গড়ে তুলতে পারেননি তামিমরা। মাত্র ১৪ রান করে ফিরে গেছেন ভালো ফর্মে থাকা শোয়েব মালিক। ১৭তম ওভারে তামিম ফিরেছেন ৫১ রান করে। শেষ ছয় ওভারে দ্রুত ৬টি উইকেট হারিয়ে স্কোরটা বড় করতে পারেনি চিটাগং। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৫ রান।
রাজশাহীর পক্ষে দারুণ বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার কেসরিক উইলিয়ামস। চার ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। ফরহাদ রেজাও করেছেন ভালো বোলিং। তিন ওভার বল করে ১৬ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট। রাজশাহীর গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া তরুণ স্পিনার আফিফ হোসেন আজ একেবারেই সফল হতে পারেননি। তাঁর করা দুই ওভারে ২৫ রান নিয়েছেন চিটাগংয়ের ব্যাটসম্যানরা।

স্পোর্টস ডেস্ক