ভারতে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসেছে নারী বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া দল অবস্থান করছে ভারতে। চলমান টুর্নামেন্টে অপ্রতিরোধ্যভাবে ছুটে চলছে টুর্নামেন্টের বর্তমান ও সর্বোচ্চ সাত বারের চ্যাম্পিয়নরা। এসবের মাঝেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার।
গত বৃহস্পতিবার টিম হোটেলের বাইরে ঘুরতে বেড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার। সেদিন সন্ধ্যার দিকে খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সেসময় শ্লীতাহানীর শিকার হন দুই ক্রিকেটার।
জানা গেছে, ওই দুই ক্রিকেটার হোটেল থেকে বেরোনোর পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশ্ববর্তী একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান। তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন।
এক বিবৃতিতে এ ঘটনা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা বলেন, ‘একটি ক্যাফেতে যাওয়ার পথে অস্ট্রেলিয়ার নারী দলের দুই সদস্য এক মোটরসাইকেল আরোহীর বাজে স্পর্শ ও হয়রানির শিকার হন।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, ‘দলের নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাটি পুলিশকে জানিয়েছেন এবং তারা বিষয়টি তদন্ত করছে।’
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেন এসিপি হিমানি মিশ্র। এ ঘটনায় এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়।
জানা গেছে, ইতোমধ্যে তদন্তে অভিযুক্তের পরিচয় শনাক্ত ও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই মোটরসাইকেল আরোহীর নাম আকিল খান। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আকিলের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি মামলা রয়েছে।

স্পোর্টস ডেস্ক