ওয়ানডেতে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া
ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে শুরুতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন কেইন উইলিয়ামসন। সেই সিদ্ধান্তটা যে এভাবে আত্মঘাতী প্রমাণিত হবে তা হয়তো ভাবতেও পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক। কিউই বোলারদের তুলোধুনো করে দিয়ে স্কোরবোর্ডে ৩৭৮ রান জমা করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৬২ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। ১১৬ রানের দাপুটে জয় দিয়ে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি টেস্ট সিরিজ হারের পর কিছুটা ব্যাকফুটেই চলে গিয়েছিল স্টিভেন স্মিথের দল। পড়েছিল ব্যাপক সমালোচনার মুখে। তবে ওয়ানডেতে সেসবের জবাব ভালোভাবেই দিচ্ছেন স্মিথ-ওয়ার্নাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও অসিরা পেয়েছিল ৬৮ রানের জয়।
আজকের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের মধ্যে ব্যর্থ হয়েছেন শুধু ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি আউট হয়েছেন ১৯ রান করে। এ ছাড়া সবাই খেলেছেন অর্ধশতকের ইনিংস। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার তো পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের দশম শতক। তাঁর ব্যাট থেকে এসেছে ১১৯ রান। দারুণ ফর্মে থাকা অধিনায়ক স্মিথও জ্বলে উঠেছিলেন দারুণভাবে। তিনি খেলেছেন ৭২ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে স্মিথ-ওয়ার্নার গড়েছিলেন ১৪৫ রানের জুটি। চার নম্বরে ব্যাট করতে নেমে ট্রেভিস হেড ৫৭ রান করেছেন মাত্র ৩২ বল খেলে। সবচেয়ে বিধ্বংসী অবস্থায় দেখা গেছে মিচেল মার্শকে। সাতটি ছয় ও দুটি চার মেরে ৪০ বলে ৭৬ রান করে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
৩৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের ধারেকাছেও যেতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম নয় ওভারের মধ্যেই দুই ওপেনার টম লাথাম ও মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল সফরকারীরা। তৃতীয় উইকেটে অবশ্য ১২৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক উইলিয়ামসন ও জেমস নিশাম। কিন্তু ৩১তম ওভারে এই জুটি ভাঙার পরই হার প্রায় নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। ৭৪ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন নিশাম। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রানের ইনিংসটি এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে। আর কেউই খেলতে পারেননি বড় কোনো ইনিংস। শেষপর্যায়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দুই ওভার চার বল বাকি থাকতেই ২৬২ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস।
অস্ট্রেলিয়ার পক্ষে দারুণ বোলিং করেছেন প্যাট কামিন্স। ১০ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন তরুণ এই ডানহাতি পেসার। দুটি করে উইকেট গেছে অস্ট্রেলিয়ার অপর তিন পেসার মিচেল স্টার্ক, জেমস ফকনার ও জশ হ্যাজেলউডের ঝুলিতে।
আগামী ৯ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

স্পোর্টস ডেস্ক