নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত পেসার শফিউল
গতকাল মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়েই চোটে আক্রান্ত হন পেসার শফিউল ইসলাম। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচটি তো খেলতেই পারছেন না, খুলনা টাইটানসের এই পেসারকে মাঠের বাইরে থাকতে হতে পারে দু-তিন সপ্তাহ। তাই অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে তাঁর নিউজিল্যান্ড সফর নিয়েও।
আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। তার আগে প্রস্তুতির জন্য মাশরাফি-মুশফিকদের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ১০ ডিসেম্বর। নিউজিল্যান্ডে যাওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশের অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করবে। তাই কিছুদিন আগে দেশ ছেড়ে যাওয়া। এই দলের সঙ্গে শফিউল যেতে পারছেন কি না সেটা এখন অনিশ্চিত।
বুধবার শফিউলের এমআরআই পরীক্ষা করানো হয়েছে। অবশ্য এখনো রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট পেলেই বোঝা তাঁর এই চোট কতটা গুরুতর।
এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জানি শফিউলের হ্যামস্ট্রিংয়ে চোট। তা যদি হয়, তাহলে সারতে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। অবশ্য রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে তাঁর সমস্যা কতটুকু।’
এবারের বিপিএলে শফিউলের পারফরম্যান্স বেশ নজরকাড়া। ১৩ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন তিনি। সেরাদের কাতারে তাঁর অবস্থান চতুর্থ। এই পারফরম্যান্স দিয়েই নিউজিল্যান্ড সফরের দলে জায়গা করে নেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক