অ্যাশেজ
বৃষ্টিতে খেলা বন্ধের আগেই অলআউট অসিরা
অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভালো অবস্থানে থেকেই শেষ করেছিল অসিরা। ৯১ রানের জুটি নিয়ে ক্রিজে ছিলেন সেঞ্চুরিয়ান উসমান খাজা ও ফিফটি করা অ্যালেক্স ক্যারি। তৃতীয় দিনে আজ রোববার (১৮ জুন) মাঠে নামে এই দুই অসি ব্যাটার। তবে, এই জুটি ভাঙতে বেশি সময় নেননি ইংলিশ বোলারা। ৬৬ রান করা অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান জেমস অ্যান্ডারসন।
অসি উইকেটকিপারের পতনের পরই মাঠে নামেন প্যাট কামিন্স। ছন্দে থাকা খাজাকে সঙ্গ দিতে থাকেন এই ফাস্ট বোলার। তবে, রবিনসনের শিকার হন খাজা। ফেরার আগে তিনি করেন ১৪১ রান। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ১৪ রানে শেষ চার উইকেট হারায় তারা। ১১৬.১ ওভারে ৩৮৬ রানে ইনিংস শেষ হয় অসিদের। সাত রানের লিড পায় ইংলিশরা।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে, এরপরই হানা দেয় বৃষ্টি। এর আগে দুই ইংলিশ ওপেনার খেলেন মাত্র ছয় ওভার। তাদের সংগ্রহ বিনা উইকেটে ২৬ রান।
ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসন। দুই উইকেট পান মঈন আলী।
এর আগে প্রথম ইনিংসে আট উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।